আপডেট ফেসবুকের নতুন ৬টি সেটিং 2020


Facebook Update



দিন যত এগোচ্ছে ততই ফেসবুক তাদের ভার্সন  পরিবর্তন করছে।এই পরিবর্তনের মধ্যে ফেসবুকে নতুন কিছু সেটিং যুক্ত করা হয়েছে যেগুলো ব্যবহার করে আমাদের এ স্মার্টফোনটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারব এবং খুব সহজে আমাদের ফেসবুক টি ব্যবহার করতে পারব। বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুক তাদের ওয়েবসাইটে নতুন নতুন ফিউচার অ্যাড করেছে।  যেগুলো ফেসবুক ব্যবহার কারীদের খুব সহজে ফেসবুক চালাতে সাহায্য করবে। চলুন আমরা সেই ফেসবুকের নতুন পাঁচটি সেটিং সম্পর্কে জেনে আসি

Facebook Setting
Facebook Setting


1) চলে যান আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন এ সেখানে আপনার আইডি দিয়ে লগইন করবেন। লগইন করার পর ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি সেটার উপর সরাসরি ক্লিক করে দিবেন এবং আসার পর সেটিংস নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে দিবেন।  এটা হল আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের সেটিং পেজ এখান থেকে আমরা ফেসবুক এর সকল সেটিং করবো। আজকে যে নতুন পাঁচটি সেটিং দেখাবো সেটি করার জন্য আমাদেরকে প্রথমত সবার নিজে চলে যেতে হবে নিচে আসার পর দেখতে পাবেন মিডিয়া এন্ড কন্টাক সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিছু অপশন চলে আসবে।  এখানে আমরা সর্বপ্রথম


 
Facebook Setting
Facebook Setting

যে সেটিংটা নিয়ে কথা বলব সেটা হল Links Open Externally . এই অপশনটা আপনার অফ করা থাকবে আপনি সেটা অন করে দিবেন এটা অন করার ফলে আপনি যে সুবিধা পাবেন যে সুবিধা পাবেন এক্সাম্পলস অফ আমি বলি আপনি যদি আপনার ফেসবুকে কোন লিংক শেয়ার করেন যদি সেই লিংকে ক্লিক করেন তাহলে দেখা যায় বিভিন্ন রকমের নোটিফিকেশন বিভিন্ন ভেরিফিকেশন চাই এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাও লিংকটি দেখতে পারি না। আপনি যদি এই অপশনটা বন্ধ করে রাখেন তাহলে  কি হবে যদি আপনি এর ক্লিক করেন তাহলে সরাসরি আপনার ইউটিউবে নিয়ে যাবে। সে ভিডিওটি ইউটিউব এর মধ্যে হয়ে যাবে আর যদি আপনি যদি কোন গুগল ক্রোম বা ওয়েবসাইটের লিংক এর উপর ক্লিক করেন আপনাকে গুগল ক্রোমে নিয়ে যাবে সেখানে আপনি সেই ওয়েবসাইট টি ওপেন করে দিবে  এক্সটার্নালি ভাবে।

Facebook Setting
Facebook Setting


2) আমাদের ফেসবুকের পরবর্তী সেটিং টা হল Videos in News Feed Start With Sound . এই অপশনটা আপনাদের সেটিং-এ অফ থাকবে আপনি বেস্ট সেটিংস অন করে রাখতে পারেন বা কোন কোন থাকতে পারে আপনি চাইলে সেই সেটিং টা অফ করে রাখতে পারেন।  এই সেটিং টি অন্ড রাখার ফলে কি হবে আপনি যখন আপনার   ফেসবুক চালান দেখা যায় বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে এবং সে ভিডিও গুলো অটোমেটিক সাউন্ড আকারে চালু হয়ে যায় আমাদের অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় থাকি তখন হঠাৎ করে যদি আপনার অটোমেটিক ভিডিও চালু হয়ে যায় তাহলে  আমাদের অনেক লজ্জায় পড়তে হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে দেখা যাবে আপনি ফেসবুক চালাকালীন যদি কোন ভিডিও চলে আসে তাহলে সেই ভিডিওটি অটোমেটিক সাউন্ড আকারে স্টার্ট হয়ে যাবে আর যদি আপনি অপশনটি বন্ধ করে রাখেন তাহলে সে ভিডিওটি সাউন্ড অফ আকারে হবে এতে আপনার কোন সমস্যা দেখা দেয় তাই আপনি চাইলে এটি আপনার ইচ্ছামত   আপনার ইচ্ছা যেটা চাই আপনি সেটা করে রাখতে পারেন।

Facebook Setting
Facebook Setting


3) আমাদের ফেসবুকের পরবর্তী সেটিং টা হল Shortcut Bar এটার উপর ক্লিক করলে আপনার সামনে একটা পেইজ আসবে সেখানে দেখতে পাবেন Friend Request , Group , Profile , Pages  এ জিনিসটা কি এ জিনিসটা হল আপনি যখন আপনার ফেসবুকে লগইন করেন তখন আপনার 

Facebook Setting
Facebook Setting

সামনে সবার উপরে দেখতে পান বিভিন্ন অপশন । সে অপশন গুলো মূলত এখান থেকে কাষ্টমাইজ করা হয় আপনি আপনার ফেবুকের টপ বারে যেগুলো রাখতে চান সে গুলো অন করে দিবেন আর যেগুলো রাখতে চাননা সেগুলো অফ করে দিবেন । ওগুলি আসরে আমরা এখান থেকে কাষ্টমাইজ করতে পারবো এজন্য এটার নাম রাখা হয়েছে যে Shortcut Bar বা Shortcut Setting


Facebook Setting
Facebook Setting



4) আমাদের ফেসবুকের পরবর্তী সেটিং টা হল Notification Dots নোটিফিকেশন ডগস অপশনটা যদি আমরা ওপেন করে তাহলে আমরা দেখতে পাব যে নোটিফিকেশন প্রফাইল মেনু তিনটা অপশন এখানে অন করা আছে আপনি দেখতে পাবেন এবং তার সাথে দেখতে পাবেন প্রত্যেকটা আইকনের উপর লাল চিহ্ন করে দেওয়া আছে এটার কারণটা হলো আপনারা যখন ফেইসবুক চালু করেন তাহলে অপশন বার দেখতে পান নোটিফিকেশন এর উপর লাল চিহ্ন আকারে এবং তার ভিতরে কয়টা নোটিফিকেশন আসছে সেটা দেখতে পান বা আপনার মেনুতে কি কি নতুন আপডেট আসছে সেগুলো উপরে লাল আকারে দেখিয়ে  এবং আপনি  যদি কোন নোটিফিকেশন আসে তাহলে নোটিফিকেশন অবসানের পর লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দেন আপনার কয়টা নোটিফিকেশন আসছে  তো আপনি যদি চান এটা সাহায্যে আপনি সেই সিস্টেমটি কাস্টমাইজ করে দেবেন যদি আপনি লাল চিহ্ন টা রাখতে চান তাহলে এখানে অন করে দিবেন আর যদি রাখতে না থাকে তাহলে অফ করে রেখে দেবেন এভাবে আপনি আপনার মেনু বারটি সেটিং করতে পারেন

 
Facebook Setting
Facebook Setting

5) আমাদের ফেসবুকের পরবর্তী সেটিং টা হল Your Facebook information এটার মধ্যে অনেক অপশন আছে এখানে আমরা দেখব Off Facebook Activty এই সেটিং টা একদম ফেসবুকে নতুন এসেছে একদম আপডেটের সাথে সাথে চলে এসেছে।  আপনি সরাসরি  Your Facebook information  এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পাবেন।  এখানে  আপনি যদি Manage Your Off Facebook Activity উপর আপনি  যদি ক্লিক করেন  তাহলে দেখতে পাবেন আপনি আপনার ফেসবুক একাউন্ট দিয়ে কোন কোন এপ্লিকেশন ব্যবহার করেছেন বা কোন কোন ওয়েবসাইট ব্যবহার করেছেন সেটা দেখতে পাবেন কোথায় কোথায় অ্যাক্টিভ রয়েছেন সেটা দেখতে পারবেন এসমস্ত অ্যাপ্লিকেশনের কাছে আপনার একাউন্টের কিন্তু এক্সপ্রেস আছে। এটা চাইলে আপনি কিন্তু ক্লিয়ার করতে পারেন সোজা ব্যাক আসবেন তবে দেখতে পাবেন ক্লিয়ার হিস্টরি সেটার উপর ক্লিক করে সমস্ত হিস্টোরি ডিলেট করে দিবেন যেখানে যেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন সে সমস্ত জায়গায় আপনার অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে এবং মোর ইনফরমেশন এগিয়ে আপনি সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন এবং একটি বিয়ের ইনফর্মেশন সবকিছু  সব কিছু ক্লিয়ার করে নিবেন সো এটা  হলো অনেক গুরুত্বপূর্ণ   একটা সেটিং  আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন।



6) আমাদের ফেসবুকের পরবর্তী সেটিং টা হল Account Ownership And Control দেখতে পাচ্ছে না তো আমরা এটার উপর ক্লিক  করি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন Memorialization settings এটা যদি আমরা ওপেন করি  তাহলে আপনি আপনার এক ফ্রেন্ডকে সিলেট করে রাখতে পারবেন বা রিমুভ করতে পারবেন সো মেমোরাইজ সেটিং টা কি বা মেমোরি কি মেমোরাইজ এটা কার হলো আপনি যখন মারা যাবেন তখন আপনার একাউন্টটা কিন্তু রিমেম্বার করা হবে এবং মেমোরাইজ  করা হবে তার মানে এই মানুষটা বা এই ব্যক্তি টা মারা গেছে ফেসবুক এটা ওখানে লিখে দিবে ওই Access আপনি আপনার ওই যে ফ্রেন্ডকে অ্যাড করেছে সে পেয়ে যাবে।

আরো দেখুন : >>

কিভাবে একটি ফেসবুক পেইজ তৈরি করবেন এবং পেইজটি কাস্টমাইজ করবেন এবং পেজে প্রফেশনাল লুক দিবেন ? 2020

কিভাবে ফ্রিতে ফেসবুক পেইজ লাইক বা ফলোয়ার বাড়িয়ে নিব একটি টেকনিক ব্যবহার করার মাধ্যমে 2020

কয়েকটি উপায় এর মাধ্যমে ফেসবুক থেকে হাজার হাজার টাকা উপার্জন করবেন 2020 [ make money Facebook ]

কিভাবে আপনার ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখবেন (2020)



আপডেট ফেসবুকের নতুন ৬টি সেটিং 2020 আপডেট ফেসবুকের নতুন ৬টি সেটিং 2020 Reviewed by Sourav on May 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.