করোনাভাইরাস পরিস্থিতিতে গাড়ির চালক ও যাত্রীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। চীনা রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ডিডি চুচাং চালক ও যাত্রীর সুরক্ষায় রাইড শেয়ারিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স(এআই) প্রয়োগ করতে যাচ্ছে। লাতিন আমেরিকায় ডিডির প্রযুক্তি ব্যবহারকারী চালকদের মাস্ক পরা ও গাড়ি জীবাণুমুক্ত করার বিষয়টি যাচাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানুয়ারিতে ভাইরাস বিস্তার শুরু করলে চীনে রাইড শেয়ারিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ শুরু করে ডিডি। এরপর লাতিন আমেরিকার আট দেশ, অস্ট্রেলিয়া ও জাপানে এর প্রয়োগ শুরু করছে।
কাল ২২ মে থেকে লাতিন আমেরিকার গাড়ি চালকদের মাস্ক পরে সেলফি তুলে এআই যাচাই প্রক্রিয়া পাস করতে হবে। জুন থেকে শরীরের তাপমাত্রা মোবাইল ফোনের অ্যাপে জানানো লাগবে। এ ছাড়া দৈনিক গাড়ি জীবাণুমুক্ত করার ছবিও আপলোড করতে হবে।
প্রয়োজনীয় সুরক্ষা নীতি অনুসরণে ব্যর্থ চালকদের রাইড-শেয়ার পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। একই ভাবে ডিডির সেবা নিতে হলে যাত্রীকেও মাস্ক পরতে হবে বলে ডিডির এক বিবৃতিতে বলা হয়েছে।
চালক ও যাত্রী উভয়ই পরিচ্ছন্নতার শর্তে অনিরাপদ বোধ করলে সফর বাতিল করতে পারবেন। জাপানের সফটব্যাংকের অর্থায়নে পরিচালিত ডিডি তাদের সব বিদেশি বাজারে এ ধরনের প্রযুক্তি সেবা চালুর ঘোষণা দিয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে বেশির ভাগ রাইড শেয়ারিং ব্যবসায় ধস নেমেছে। অন্য রাইড শেয়ারিং কোম্পানি উবার টেকনোলজিস, লিফট তাদের ট্রিপ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কথা বলেছে। তবে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে খেপ বা ট্রিপ আবার কিছুটা বেড়েছে।
রাইড শেয়ারিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা 2020
Reviewed by Sourav
on
May 23, 2020
Rating:
Reviewed by Sourav
on
May 23, 2020
Rating:

No comments: