এন্ড্রয়েড মোবাইলের 12 টি গোপন সেটিং 2020 [ hidden tricks ]



hidden tricks


আমরা সকলেই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি  কিন্তু সেই স্মার্টফোনে লুকিয়ে থাকা কিছু গোপন সেটিং  রয়েছে কিন্তু সেগুলো  সম্পর্কে আপনারা জানেন না  এখান থেকে আপনারা সেই সেটিং গুলো জেনে নিতে পারবেন কারণ এটা আপনার প্রয়োজন হবে এবং বিভিন্ন কাজে আপনার এটি ব্যবহার করতে পারবেন তাই এই সেটিং গুলো আপনারা জেনে রাখা ভালো তো চলুন আমরা  সেই  সেটিংগুলা দেখে আসি  hidden tricks

             

1) প্রথমে আপনাদের মোবাইল সেটিং চলে যাবেন সেটিং চলে যাওয়ার পর ডেভেলপার অপশন টি খুজবেন আসলে ডেভেলপার অপশন টি থাকবেনা আপনার থেকে সেটা আনতে হবে সেটা জানার জন্য প্রথমে এবাউট ডিভাইসের চলে যাবেন সেখানে গিয়ে  বিল্ড নাম্বার নামে একটা অপশন পাবেন সেখানে 5 থেকে 7 বার ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাক করে চলে আসবেন তারপর দেখতে পাবেন ডেভলপার অপশনটি চালু হয়ে গিয়েছে  তারপরে আপনারা ডেভলপার অপশনে ক্লিক করবেন অপশনটি অন করে দিবেন  #  Stay Awake  অপশন টিক টিক মার্ক করে দিবেন আপনি যখন আপনার ফোনটি চার্জ এজিবেন চার্জার কানেক্ট থাকবে আপনি যদি আপনার ফোনে ইমারজেন্সি কোন কাজ  hidden tricks


করেন পিসি বা ল্যাপটপে কানেক্ট করে কোন কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্ক্রিন অফ হয়ে যেতে পারে তো আপনি যদি এটা #  Stay Awake এনেবেল করে দেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার  ফোন চার্জে কানেক্ট করা আছে ততক্ষণ পর্যন্ত আপনার ফোনে স্ক্রিনটা অফ হবে না আপনি খুব সহজে চার্জিংয়ে থাকা কালীন যে কোন কাজ করতে পারবেন আসলে আমরা যখন ইমারজেন্সি কোন কাজ করি তখন কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিন বন্ধ করতে চাই না স্কিনের সময়টা বাড়িয়ে দিই কিন্তু আপনি #  Stay Awake অন করার মাধ্যমে আপনার ফোন চার্জে  থাকা কালীন যে কোন কাজ সেরে নিতে পারেন আবার আপনি যদি চার্জিং থেকে ফোনটা খুলে নেন তাহলে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে আবার আগের মত হয়ে যাবে   hidden tricks

2) আপনি যদি আপনার ফোনের স্পিড বাড়াতে চান তাহলে ডেভলপার অপশনে Window Anlmation Scale , Translttion Anlmation Scale , Animator Duration Scale এই তিনটা অপশন দেখতে পাবেন আপনি কি করবেন  তিনটার মধ্যে 1x  করে দেওয়া আছে আপনি সেগুলোর উপর ক্লিক করে 0.5  করে দিবেন এগুলো করার মাধ্যমে দেখবেন আপনার ফোনটি  কাজ করছে যেদিন কি ধরেন আপনি আপনার মোবাইলে একটি সফটওয়্যার থেকে একটি সফটওয়্যার যাওয়ার সময় যে রিলেশনটা হয় সেই ডিউরেশন এর স্পিড টা বাড়িয়ে যাবে এবং দেখবেন আপনার ফোনটি অনেক দ্রুত কাজ করছে hidden tricks

3) আবার আপনাকে ডেভলপার অপশনে চলে যেতে হবে চলে যাওয়ার পর Force RTL direction  এই লেখাটি দেখতে পাবেন  সেটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যদি একজন left-handed হন বা বাহ হাতে কাজ করতে পছন্দ করেন তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন এটা অন করলে আপনার ফোনের যে ইন্টারেস্ট টা দেখবেন সেটা রাইট সাইট চলে আসছে আপনি বাহাতে অনায়াসে আপনার ফোনটি ইউজ করতে পারেন hidden tricks

4) ডেভলপার অপশনে গিয়ে Running Services  অপশনটি ক্লিক করলে দেখতে পাবেন  বর্তমান আপনার ফোনে টোটাল হিস্টোরি টা যে সার্ভিস গুলা চালু আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন . আপনি যদি কোনো এপ্লিকেশন বন্ধ করতে চান তাহলে জাস্ট সে অ্যাপ্লিকেশন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর স্টপ ক্লিক করে সেই অ্যাপ্লিকেশনটি বন্ধ করে রাখতে পারবেন এখান থেকে আপনি আপনার ফোনে সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেন কতটুক আপনার মেমোরি ইউস হয়েছে অথচ আপনার Free হয়েছে কতটুকু App জায়গা খেয়েছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে তো এখান থেকে আপনি আপনার রানিং সার্ভিস হিস্টরি দেখে নিতে পারেন hidden tricks

5) ডেভলপার অপশনে USB Debuggng অর্থাৎ আমরা যখন আমাদের এন্ড্রয়েড ফোনটি কোন ল্যাপটপ বা পিসি সাথে সংযুক্ত করে ফাইল ট্রান্সফার করি বা কোন কাজ করি তখন কিন্তু আমাদের USB Debuggng অন করতে হয় তো  এখান থেকে অপশনটি পেয়ে যাচ্ছেন আবার চাইলে এখান থেকে আপনারা অপশনটি ব্যবহার করতে পারেন hidden tricks

6) ডেভলপার অপশনে Force 4x MSAA আপনি এই অপশনটি পেয়ে যাচ্ছেন আপনি যদি আপনার ফোনে বড় বড় গেম খেলেন বা গেম খেলতে ভালোবাসেন তো আপনি এটা এনেবেল করে গেম খেলেন তাহলে আপনি  স্মর্টলি গেম খেলতে পারেন  যত বড় বড় গেম হোক  বা ফায়ার গেম গুলো খুব সহজে খেলতে পারবেন  hidden tricks

7)  ডেভলপার অপশনে Simulate Colour Space ক্লিক করে আপনি যদি Monoclromacy  সিলেক্ট করে দেন তো দেখবেন আপনার ফোনটি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে আপনি যদি রাত্রের বেলায় আপনার ফোনটি ইউজ করতে চান তাহলে খুব সহজে Monoclromacy সিলেক্ট করে আপনি রাত্রে বেলায় ব্যবহার করতে পারেন 
  hidden tricks

8) ডেভলপার অপশনে OEM Unlock এটির মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে কাস্টম রুম দিয়ে আপডেট করে নিতে পারেন তো আপনিই ফিউচার টি পাবেন ললিপপ থেকে পরে ভার্সন গুলা আছে মাসমালো লুবেদ যে ভার্সন আছে ভার্সনে এটি পাবেন OEM এর পুরো নাম হল অরজিনিয়াল ইকুমেন্ট মেনুফিকশন আনলক আপনি যদি চান আপনার ফোনটি আপডেট করতে তাহলে এটি চালু করার মাধ্যমে আপনার ফোনটি আপডেট করতে পারবেন  hidden tricks

9) ডেভলপার অপশনে Aggressive Wi-Fi To Cellular Hand এই অপশনটির মাধ্যমে ধরেন আপনি ওয়াইফাই চালাচ্ছেন আপনার ওয়াইফাই কানেকশন কম আসতেছে আপনি যদি এই অপশনটা অন করে রাখেন তাহলে  আপনার  ওয়াইফাই বন্ধ হয়ে অটোমেটিক আপনার মোবাইলের ডাটা চালু হয়ে যাবে .ধরেন আপনি কোন ওয়েবসাইট থেকে ফিল্ম বা ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনার ওয়াইফাই কানেকশন টা কম দেখাচ্ছে বা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তাহলে  তাহলে এই অপশনটা যদি চালু করা থাকে অটোমেটিক আপনার মোবাইলে ডাটা চালু হয়ে যাবে hidden tricks

10)  ডেভলপার অপশনে Show Touches আপনি যদি এই অপশনটি চালু করেন তাহলে দেখবেন আপনি যে জায়গায় টাচ করবেন সেখানে একটা  বল আকারের চিহ্ন দেখা যাবে . এটা চালু করার মাধ্যম আপনি কোন কোন জায়গায় টাচ করছেন সেগুলো দেখতে পারবেন .  hidden tricks

11) ডেভলপার অপশনে Show Pointer Location  আপনি অপশনটি চালু করার মাধ্যমে আপনার মোবাইলে কোন কোন জায়গায় কাজ করেছেন সেগুলো দেখতে পারবেন .  hidden tricks

12) ডেভলপার অপশনে Show CPU Usage এই অপশনটি চালু করার মাধ্যমে আপনার মোবাইলে সি পি ইউ মনিটরিং করতে পারবেন পাশে দেখতে পাবেন বর্তমানে কিকি ব্যবহার হচ্ছে বেড়ায় কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে সব ডিটেলস পাশে আপনারা সিরিয়ালে দেখতে পারবেন hidden tricks

এন্ড্রয়েড মোবাইলের 12 টি গোপন সেটিং 2020 [ hidden tricks ] এন্ড্রয়েড মোবাইলের 12 টি গোপন সেটিং 2020 [ hidden tricks ] Reviewed by Sourav on May 20, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.