ডেলিমোশন বিশ্বের বৃহত্তম ভিডিও হোস্টিং ও শেয়ারিং প্লাটফর্মগুলির মধ্যে একটি . যেখানে আপনার ভিডিও আপলোড এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আসলে দেখা যায় আমরা ইউটিউবে অনেক ভিডিও আপলোড করি শত শত ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে থাকে কিন্তু ভিডিও আপলোড করা সত্য আমরা মনিটাইজেশন পাই না কারণ তাদের কিছু সত্য বলি তাকে সেগুলো পূরণ করতে না পারার কারণে যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার এই চাহিদাগুলো পূরণ করতে হয় তারপর আপনার মনিটাইজেশন অন হবে তার
আগে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না এসব শর্ত পূরণ করতে অনেকের এক মাস লেগে যায় বা তিন চার মাস লেগে যায় কখন কখনও এক বছর হয়ে যায় তারপরও তারা এই শর্তগুলো পূরণ করতে পারো না কিন্তু আপনারা সেই ভিডিওগুলো যদি ডেলিমোশন ওয়েবসাইটটিতে আপলোড করেন তাহলে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যাবে এবং আপনাদের ইনকাম টি চালু হয়ে যাবে আসলেই মানুষ এই প্লাটফর্মে কাজ করে না প্রথমে টাকা ইনকামের পরিমাণ কম তারপরও একটা চলতি কথা আছে না নাই মামার থেকে কানা মামা ভাল বর্তমানে
আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারছিনা ইউটিউবে অনেক কষ্ট করার পরও আপনি মনিটাইজেশন পাচ্ছেন না কিন্তু এখানে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন এবং আপনার ইনকাম শুরু হয়ে গেছে কিন্তু এখানে আপনার ইনকামের পরিমাণ কম হবে প্রতিটা ভিডিও এর জন্য তিন থেকে চার ইনকাম হবে এটা মূলত ডিপেন্ড করে আপনার ভিউজ এর উপরে আপনার যত ভিউজ হবে তত ইনকাম . হ্যাঁ এখান থেকে যদি আপনার ভিডিওটি ভাইরাল হয় তাহলে আপনি ইনকামের পরিমাণটা বেশি পাবেন আর যদি স্বাভাবিকভাবে থাকে তাহলে আপনি প্রতিদিনের জন্য চার থেকে পাঁচবার করে
পেয়ে থাকবেন . এর পরে আপনি যদি ইউটিউব থেকে কখনো মনিটাইজেশন পান তাহলে এখান থেকে ইনকাম আসবে এবং ডেলিমোশন থেকেও ইনকাম করতে পারেন আবার ইউটিউবে দেখা যায় টাকা তোলার জন্য বেরিভিশন করতে হয় বা কত ঝামেলা করতে হয় কিন্তু এখানে টাকা তোলার জন্য কোন বেরিবিশন লাগেনা খুব সহজে আপনার টাকাটা আপনি নিয়ে নিতে পারবেন তো চলুন এবার আমরা বেশি কিছু না বলে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে আপনার চ্যানেল টি খুলবেন এবং কিভাবে আপনার ভিডিওটি পাবলিশ করবেন এবং কিভাবে আপনার উপার্জনকৃত টাকাটি আপনার হাতে পাবেন সে বিষয়গুলো আমরা দেখে আসি
1) একাউন্ট খোলার জন্য প্রথমত আমাদের চলে যেতে হবে dailymotion.com এখানে আসার পর আপনি সাইনআপ এ ক্লিক করবেন ক্লিক করার পর
Earn Money Dailymotion |
1)আপনার জিমেইল টা দিয়ে দিবেন
2) 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন
3) আপনার যে জন্ম তারিখ সেটা দিয়ে দিবেন
4)ক্যাপচার টি পূরণ করে নিবেন
5) ট্রানস্কেন্ড এন্ড কন্ডিশন অপশনটির উপর টিকনা দিবেন
6) সাইনআপ এ ক্লিক করে দিবেন
ক্লিক করার পর আপনাদের জিমেইলে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে জিমেইল থেকে এসে ভেরিফিকেশন করতে নিয়ে আপনারা খালি বক্সটিতে দিয়ে দিবেন তারপর ভেরিফিকেশন ইমেইল এ ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে সাক্সেস নামে একটা নোটিফিকেশন চলে আসবে সেখানে আপনি continue-তে ক্লিক করার সাথে সাথে আপনাকে ডেইলিমোশন এর মূল ইন্টারফেস নিয়ে যাবে এবার এখানে প্রথমত আপনার একটা চ্যানেল খুলতে হবে যেমন আপনি ইউটিউবে চ্যানেল খুলে সেভাবে এখানে একটা চ্যানেল খুলতে হবে চ্যানেল
খোলার জন্য আপনাকে প্রথমে ছেড়ে চলে যেতে হবে সেটিং-এ গিয়ে আপনি সেটিং এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সবার নিচে Become a Partner সরাসরি এটার উপর ক্লিক করে দিবেন আপনার সামনে অনেক বড় একটি পেজ ওপেন হবে যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে তাড়াতাড়ি সেটা ওপেন হবে আর যদি একটু স্লো হয় তাহলে একটু সময় লাগবে ততটুকু আপনারা অপেক্ষা করবেন পেজটি ওপেন হওয়ার পর Learn More লেখাটি দেখতে পাবেন সরাসরি সে লেখাটির উপরে ক্লিক করবেন তারপর আপনার সাথে আবার একটি পেজ ওপেন হবে সেখানে Become a Partner লেখাটির উপর ক্লিক করে দিবেন
করার পর আপনার স্বামী নতুন একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনারা Upgrade To Partner এর উপর ক্লিক করে দিবেন তারপর আপনি দেশে অনেক বড় একটি লিজা আসবে ট্রানস্কেন্ড কন্ডিশনের তাদের প্রাইভেসি পলিসি সেগুলা চাইলে আপনারা পড়ে নিতে পারেন না হলে সরাসরি Accpet Terms এর উপর ক্লিক করে দিবেন এবার আসলে মূল কাজ আপনারা যেভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করেছেন বা সাজিয়েছেন সেভাবে আপনি ইউটিউব এর মতো এখানেও সাজাবেন
Earn Money Dailymotion |
1) প্রথমে আপনার চ্যানেলের একটি লোগো দিবেন
2) চ্যানেলের একটা কভার ফটো দিয়ে দিবেন
3) আপনার চ্যানেলে কি নামে করবেন সে নামটা কেন লিখে দিবেন
4)আপনার চ্যানেলে কি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেগুলোর আপনি TagLine বসিয়ে দিবেন
5)আপনার চ্যানেল টি সম্পর্কে কিছু ডিসক্রিপশন লিখে দিবেন
6) আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম এরর URL টি কি নামে দেখতে চান সে নাম ঠিকানা লিখে দিবেন কোন স্পেস দিবেন না
7) আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েব সাইটের URL টা দিয়ে দিবেন আর না থাকলে দিবেন না
8) আপনার বাসা টা সিলেক্ট করবেন
9) কান্ট্রি টা অটোমেটিক চলে আসবে
10)আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো এখানে এড করতে পারেন
তারপর সরাসরি Save অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখুন আপনার ইউটিউব চ্যানেল টি তৈরি হয়ে গেল এখান থেকে যদি আর সেটিং করতে চান তাহলে অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করে আরও ইনফর্মেশন দিতে পারেন. আমার মতে এতোটুকু দিলেই যথেষ্ট আর দিতে হবে না . আমাদের চ্যানেল খোলা
শেষ এবার হব ভিডিও আপলোড করে মনিটাইজেশন করে ইনকাম করে সেটা করার জন্য প্রথমে আমাদের একটা ভিডিও আপলোড করতে হবে তাই আপলোড অপশনে ক্লিক করে আমাদের কাঙ্খিত ভিডিওটি আপলোড করে দিবেন আপনি চাইলে এখানে আপনি চাইলে এখানে একসাথে 10 টা পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন আপনি যে কোন একটা ভিডিও সিলেক্ট করবেন
Earn Money |
1) ভিডিও টাইটেল দিবেন
2) কিছু ড্রেস ক্যাপশন লিখে দিবেন
3) সেই ভিডিও রিলেটেড কিছুটা Tag বসিয়ে দিবেন
4 )ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন
5) আপনার কান্ট্রি সিলেক্ট করবেন
তারপরে ভিডিওটা পাবলিশ এ ক্লিক করে পাবলিশ করে দিবেন এখানে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে মনিটর করতে পারবেন কিন্তু ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন হয় এবং 4000 ওয়াচ টাইম প্রয়োজন হলে তারপরে আপনার মনিটাইজেশন অন হয় এখানে কিন্তু তা কোনটাই প্রয়োজন হচ্ছে না আপনি শুধু ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে আপনার মনিটাইজ হয়ে যাবে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এখান থেকে যত বৃহৎ হবে ততো আপনার
ইনকাম বাড়বে আবার এখান থেকে পেমেন্ট নেওয়ার সময় কোন দিন বের হয় করতে হচ্ছে না যেমন কি গুগল থেকে যদি আপনি প্রেমে নিতে চান তাহলে আপনার বাসায় আগে ভেরিফাই করতে হবে তারপর আপনি পেমেন্ট তুলতে পারবেন কিন্তু এখানে মোটেও তা না এখানে যেকোন আপনি টাকা তুলতে পারবেন .আবার আপনি যদি এডভান্স সেটিং এ যান তাহলে দেখতে পাবেন আপনার মনিটাইজেশন আগের থেকে করা আছে আপনি কিভাবে মনিটাইজ এর উপর কি চিহ্ন দিয়ে দিবেন আরও সেটিং গুলো করে নিবেন তারপর পাবলিশ এর উপর
ক্লিক করে পাবলিশ করে দিবেন , তারপর দেখতে পাবেন Done লাগাতে চলে আসছে মনে করেন ভিডিওটি পাবলিশ হয়েছে এবং পাশে দেখতে পাবেন আপনাদের ভিডিও লিংক লিংক টা চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে শেয়ার করতে পারেন .আদৌ কি আপনার ভিডিওটা মনিটাইজ হইছে সেটা দেখার জন্য আপনি চ্যানেল অপশনে চলে আসবেন আসার পর দেখতে পাবেন আপনার ভিডিওর পাশে সবুজ চিহ্ন একটা আইকন মনে করেন আপনার মনিটাইজেশন চালু আছে
কিভাবে আপনার টাকা টা তুলবেন
Earn Money |
আমরা যে টাকাটা ইনকাম করেছি সেটা হাতে নেওয়ার জন্য আমাদের প্রথমেই Earning অপশনে সেখানে উপরে দেখতে পাবেন আর্নিং ওভারভিউ এখানে মিনিমাম 100 ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন আর নিচে দেখতে পারবেন আপনাদের আর্নিং ব্যালেন্স এখন আপনাদের টাকাটা কিসের মাধ্যমে তুলবেন সেটা চেক করার জন্য আপনি Payout Methde ক্লিক কবে Add Payout Methde উপর ক্লিক করবেন করার পর এখানে সকল আপনার যাবতীয় ইনফরমেশন গুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন আপনি কিসের
মাধ্যমে পেমেন্ট নিবেন ব্যাংকের মাধ্যমে নিতে পারফেক্ট কাট এর মাধ্যমে নিতে পারেন পেপালের মাধ্যমে নিতে পারেন যেকোন একটা মাধ্যম সিলেক্ট করে আপনি আপনার টাকাটা তুলে নিতে পারেন সহজলভ্য হলো যদি পেপালের মাধ্যমে টাকাটা তুলে দু দিনের মধ্যে পেয়ে যাবেন এভাবে আপনারা টাকা তুলতে পারবেন আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করে যান বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন এবং শেষ একটা বিষয় আরো বেশি জানতে একটু সেই সাইটটি নিয়ে ঘাটাঘাটি করবেন তাহলে দেখবেন সেখান থেকে আর কিছু ধারনা পেতে পারবেন ধন্যবাদ ………….!
মনিটাইজেশন ছাড়া ইনকাম করুন ইউটিউব এ ভিডিও দিয়ে (2020)
Reviewed by Sourav
on
May 21, 2020
Rating:
No comments: